আর্কাইভ
logo
ads

বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হলো হাসনাতের আসনে

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পি.এম
বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হলো হাসনাতের আসনে

ফাইল ছবি

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সে সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবুল হাসনাত-এর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

‎শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।

‎এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

‎ইসি হাসনাতের দাখিল করা আপিল মঞ্জুর করে মনজুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে। তবে মুন্সীর দাখিল করা আপিল খারিজ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে হাসনাতের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে কমিশন।

‎আপিল আবেদনে মনজুরুল আহসান মুন্সী অভিযোগ করেন, হাসনাত মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার আয়ের উৎস সঠিকভাবে উল্লেখ করেন নি।

‎অন্যদিকে হাসনাত তাঁর আপিলে অভিযোগ করেন, মনজুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

‎নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশন গত শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শুরু করে এবং রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ