আর্কাইভ
logo
ads

বগুড়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল

গত তিনটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পি.এম
গত তিনটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি

বগুড়ায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন , গত তিনটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি। সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

আসিফ নজরুল বলেন, একবার রাতের ভোট, একবার প্রতিদ্বন্দ্বি ছাড়া ভোট, একবার আমি ডামির ভুয়া ভোট। দেশের মানুষের ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে নিজেরা নিজেদের ইলেকটেড ঘোষনা করে মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়ে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল।

জুলাই গন অভূথ্থানে ছাত্র জনতার অসীম ভুমিকার কারনে আমরা নতুন সময়ে উপস্থিত হওেয়ছি। যেখানে আমাদের ভোট দেয়ার সুযোগ হয়েছে। যে সুযোগ কোনভাবেই হারানো যাবে না। আপনার সরকার আপনি ঠিক করবেন, এটা আগে ঠিক করতো শেখ হাসিনা। এখন দেশের মানুষ এটা ঠিক করবে।

 আমরা অসাধারণ একটা নির্বাচন অনুৃষ্ঠান করার চেষ্টা করবো। আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবো। অন্যের ভোট দেয়ার অধিকার ক্ষুন্ন করবো না, অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনারা শেখ হাসিনা হয়ে যাবেন। এবার নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটছে। প্রথম বার প্রবাসীরা ভোট দিচ্ছেন এবং জাতীয় ভোট ও গণভোট একসাথে হচ্ছে।

তিনি আরও বলেন, এমন একটা সিষ্টেম ছিল, যেখানে আয়না ঘর, বিচারবহিভুত হত্যাকান্ড হতো, গুম খুন গায়েবি মামলা হতো, জেলে রেখে মারা যেতো, বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল, এমন ঘটনা যাতে না ঘটে। দেশে যাতে দূনীতি না হয়, যাতে দেশের টাকা বিদেশে পাচার না হয় ব্যাংক লুট না হয়, ভারতের কাছে যাতে নতজানু হয়ে না থাকতে হয়, এজন্য পরিবর্তন প্রয়োজন ছিল, অনেক কাজ হয়েছে।

বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে। এবার জনগনের মতামত নেয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। বৈষম্য নিপিড়ন দুর্নীতি দূর করতে হ্যা ভোট দিন। অন্যায় অবিচারের বিরুদ্ধে হ্যা ভোট দিন। দুর্নীতি অনিয়ম শোষন দূর করতে হ্যা ভোট দিন। দলের স্বার্থে গনভোট নয় দেশের স্বার্থে গনভোট।

মতবিনিময় সভায় এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেনসহ নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ