আর্কাইভ
logo
ads

ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার সঙ্গেই যোগাযোগ রয়েছে বাংলাদেশ ফৌজের :ভারতের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পি.এম
ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার সঙ্গেই যোগাযোগ রয়েছে বাংলাদেশ ফৌজের :ভারতের সেনাপ্রধান

ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত ও বহুমুখী যোগাযোগ বজায় রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক চ্যানেলে যোগাযোগ সক্রিয় আছে এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতেই এই যোগাযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে দায়িত্বে থাকা সরকারের ধরন বিষয়টি ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য। তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে, তাহলে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি—তা বোঝা জরুরি।

ভারতীয় সেনাপ্রধানের ভাষায়, “কোনো পদক্ষেপ এখনই নেওয়ার প্রয়োজন আছে কি না, সেটি নির্ধারণের আগে আমাদের দেখতে হয়—এই সিদ্ধান্তগুলো আগামী কয়েক মাসের জন্য, নাকি কয়েক বছরের জন্য কার্যকর হবে।”

তিনি আরও জানান, শুধু সেনাবাহিনী নয়, ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীও বাংলাদেশি সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। সাম্প্রতিক সময়ে একটি ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে গিয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে বলেও জানান তিনি।

জেনারেল দ্বিবেদী বলেন, নিয়মিত যোগাযোগের মূল উদ্দেশ্য হলো—যেন কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট, ভুল বার্তা বা অপ্রয়োজনীয় উত্তেজনার সৃষ্টি না হয়। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই ভারতের বিরুদ্ধে বা কোনো প্রতিকূল অবস্থার ইঙ্গিত বহন করে না।

সামরিক প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া এবং এটি শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশও করছে। একই সঙ্গে ভারত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ