আর্কাইভ
logo
ads

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত হওয়া হুজাইফার অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পি.এম
মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত হওয়া হুজাইফার অবস্থা সংকটাপন্ন

সংগৃহীত ছবি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। শিশুটিকে ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তর করেছেন চিকিৎসক।

মঙ্গলবার (১৩ জানুযারি) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

তিনি জানান, টেকনাফের হুজাইফার অবস্থা ভালো নেই, ক্রিটিকাল কন্ডিশনে আছে। হুজাইফা হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) লাইফ সাপোর্টে আছে। ব্রেনের মধ্যে গুলি লাগার কারণে সেটা বের করা সম্ভব হয়নি। আমরা শিশুটিকে ঢাকায় স্থানান্তর করে দিচ্ছি। শিশুটিকে ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হবে।

হুজাইফা কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা আফনান।

টেকনাফ থেকে বিকেলে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন তার চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ