আর্কাইভ
logo
ads

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৩য় দিনের মতো আপিল শুনানি চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পি.এম
মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৩য় দিনের মতো আপিল শুনানি চলছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।আজ সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে।কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ১৪১ থেকে ২১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।

এর আগে গতকাল রোববার শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আপিল মঞ্জুর করেছে কমিশন। এছাড়া ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আবেদনের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনটি রোববার মঞ্জুর করা হয়েছে।শুনানির প্রথম দিন শনিবার ৫২টি আপিল মঞ্জুর করা হয়। সব মিলিয়ে গত দুই দিনে শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১০, ১১ ও আজকের (১২ জানুয়ারি) শুনানির রায়ের অনুলিপি আজই নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া শুনানির পরপরই ফলাফল মনিটরে প্রদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের কপি পাঠিয়ে দেওয়া হচ্ছে।এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ